সুমি ইসলাম

সুমি ইসলাম

কবি পরিচিতিঃ সুমী ইসলাম ১৯৮২ সালের ২৩ শে জুন কুষ্টিয়া শহরের সাংস্কৃতিক পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন সাংস্কৃতিক মনা এবং তিনি তার আইন পেশার পাশাপাশি প্রবন্ধ লিখেছেন , লিখেছে মঞ্চ নাটক, বাবার কাছে থেকেই তিনি পেয়েছেন লেখালেখির বিশেষ গুণ।
কুষ্টিয়ার আলো বাতাস প্রকৃতির কাছে আজন্মকালের ঋণ, সেখানেই বেড়ে ওঠা, লেখাপড়া,
কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে মাস্টার্স শেষ করেছেন তিনি। বর্ণাধ্য চাকুরী জীবনের ইতি টেনে আপাতত লেখালেখিতে মনোনিবেশ করেছেন।
একাধারে আবৃত্তি, জারিগান,একক অভিনয় ও লেখালেখিতে বিচরণ করেছেন এবং অদ্যবধি নিয়োজিত আছেন।
"ট্রেন থেমে আছে হৃদয় পুরে তাঁর প্রকাশিত দ্বিতীয় কবিতার বই।" গল্প গুলো সত্যি " তার প্রকাশিত প্রথম ছোট গল্পের বই, এছাড়াও তাঁর কবিতা ও গল্প বিভিন্ন অনলাইন পত্রিকাতে নিয়মিত প্রকাশ পেয়ে থাকে। তিনি কবিতা, ছোটগল্প, উপন্যাস লিখে থাকেন, লিখে যাচ্ছেন।

সুমি ইসলাম এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon